ভিশন:
১। “গ্রাম উন্নয়নের মাধ্যমে আত্ননির্ভরশীল, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধ বাংলাদেশ”
২। মানব সংগঠন ভিত্তিতে পল্লী উন্নয়ন (Human Organization Based Rural Deveelopment)
মিশন:
১। দ্বি-স্তর সমবায় পদ্ধতির মাধ্যমে দেশের পল্লী এলাকায় বিদ্যমান মানব ও বস্তুগত সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা;
২। পল্লী এলাকার জনগোষ্ঠিকে সমবায় সমিতি/ দলের মাধ্যমে শৃঙখলাবদ্ধ ও সুসংগঠিত করে মানব অবকাঠামো সৃষ্টি করা;
৩। কৃষি ও অকৃষি কর্মকান্ডে ঋণ প্রবাহের মাধ্যমে পল্লী এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা।
৪। সঞ্চয় ও শেয়ার জমার মাধ্যমে পল্লী এলাকার সম্পদকে পুঞ্জিভূত/ সচল করা;
৫। চাহিদা মাফিক প্রশিক্ষণ ও উদ্ধুদ্ধকরণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করা;
৬। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা ও জনঅংশীদারিত্ব নিশ্চিত করা;
৭। উন্নয়ন কর্মকান্ড ও ক্ষমতায়নে নারী সমাজকে সম্পক্ত করা;
৮। স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ, মূলধন গঠন এবং আধুনিক প্রযুক্তি, বিদ্যমান সুযোগ ও সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আত্ননির্ভরশীল উন্নত পল্লী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS